‘কোনো দলের কারণে ভোট স্থগিত-বন্ধ হলে, তারাই ক্ষতিগ্রস্ত হবেন’
কোনো রাজনৈতিক দলের কারণে ভোট স্থগিত-বন্ধ হলে তারাই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে তিনি এ মন্তব্য করেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, যদি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে আমরা বাধ্য হই ফলাফল স্থগিত করতে, ভোট বাতিল করতে বা ভোট স্থগিত করতে, তবে তারাই ক্ষতিগ্রস্ত হবেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, প্রথমত তারা ক্ষতিগ্রস্ত হবেন। দ্বিতীয়ত আমাদেরও কিছু খরচ বাড়বে। আর তৃতীয়ত জাতি হিসেবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। সেটা অন্য কথা। কিন্তু যারা করবেন, তাদের ভাবার কোনো কারণ নাই যে, আমরা এটা সহ্য করে কোনোরকম একটা নির্বাচন সম্পন্ন করব। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার কাট মেসেজ আমরা আজকে দিতে চাই।
ভোটের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, ইসির উদ্দেশ্য তো শুধু ভোট বন্ধ করে দেওয়া না, সুষ্ঠু ভোট অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক