চট্টগ্রামে দেড় মাসে ৩ ডিসি, নতুন দায়িত্বে জাহেদুল ইসলাম
মাত্র ২৯ দিনের মাথায় আবারও বদলি হলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি)। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের বর্তমান ডিসি মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞাকে নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা ২০২৪ সালের ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে যোগদান করেন।
এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে ফেনীর ডিসি সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যিনি মাত্র ২৯ দিন পরই বদলি হলেন।
তার আগে, মাত্র ২৪ দিনের মাথায় ডিসি হিসেবে মোহাম্মদ আব্দুল আউয়ালকে নিয়োগ দেওয়া হলেও তিনি যোগদানের আগেই সেই আদেশ বাতিল করে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে একযোগে নয়টি জেলার জেলা প্রশাসক পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।
নতুন পদায়নে যারা দায়িত্ব পেয়েছেন—লক্ষ্মীপুরে এস এম মেহেদী হাসান (পরিচালক, বিপিএটিসি), মুন্সীগঞ্জে সৈয়দা নূর মহল আশরাফী (উপসচিব, পরিকল্পনা বিভাগ), নেত্রকোনায় মো. সাইফুর রহমান (উপসচিব, নৌপরিবহণ মন্ত্রণালয়), চাঁপাইনবাবগঞ্জে মো. শাহাদাত হোসেন মাসুদ (উপসচিব, অর্থ বিভাগ), নওগাঁয় মোহাম্মদ সাইফুল ইসলাম (পরিচালক, প্রধান উপদেষ্টার কার্যালয়), খাগড়াছড়িতে মো. আনোয়ার সাদাত (উপসচিব, নৌপরিবহণ মন্ত্রণালয়), কুমিল্লায় মু. রেজা হাসান (প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী জেলা পরিষদ), নারায়ণগঞ্জে রায়হান কবির (উপসচিব, জনবিভাগ)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একের পর এক রদবদলকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর আগেও কয়েক দফায় ডিসি পর্যায়ে পরিবর্তন এনেছে সরকার।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম