আওয়ামী লীগের ওপর প্রতিশোধ নেব না : ওয়াদুদ ভূঁইয়া
খাগড়াছড়ি বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, আমি দীর্ঘ আঠারো বছরে এখানে কোনো সভা করতে পারিনি। আমাকে আসতে দেয়া হয়নি। আমার ওপর জুলুম-নির্যাতন করা হয়েছে। আমরা আওয়ামী লীগের ওপর প্রতিশোধ নেব না। আমি সংসদ সদস্য ছিলাম, আমি কী কাজ করেছি আপনারাই তা মূল্যায়ন করবেন। আমরা পাহাড়ি-বাঙালি সকলে সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করতে চাই। আমি সবার কাছে আগামী দিনের সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চাই।
গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জেলার মানিকছড়ি উপজেলার গাড়ীটানায় পথসভার মধ্য দিয়ে তার নির্বাচনি প্রচারণা শুরুকালে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী ইসলামের অপব্যাখ্যা করে ‘জান্নাতের টিকেট বিক্রি’ করছে- এমন অভিযোগ করে ওয়াদুদ ভূঁইয়া বলেন, নামাজ রোজার দরকার নেই, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যেতে পারবেন। তিনি আগামী নির্বাচনে এই ধর্ম ব্যবসায়ীদের রুখে দেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন : শীতের তীব্রতা বৃদ্ধি, তাপমাত্রা আরও কমতে পারে
খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর জেলার মানিকছড়ি থেকে গাড়ির বহর নিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেন ওয়াদুদ ভূঁইয়া। তিনি দলীয় মনোনয়ন পাওয়ার পর চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি আসার পথে ফুলের ভালোবাসায় সিক্ত হন এবং বিজয়ী হলে কি করবেন, সে বিষয়ে নানা প্রতিশ্রুতি দেন। খাগড়াছড়ি আসার পথে পাঁচটি পথসভা করেন। এ সময় রাস্তার দুপাশে অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষ প্রতীক নিয়ে, ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে স্বাগত জানায়।
আরও পড়ুন : দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি