মানিকগঞ্জে ওরস মাহফিলে আফরোজা খানম রিতা
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে পীরে হযরত মাওলানা আব্দুর রহমান লাল মিয়ার ১৩২তম এবং হযরত শাহ খলিলুর রহমানের ৬৯তম বাৎসরিক ওরস মোবারক। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত এ মাহফিলে হাজারো ভক্ত ও আশেকান অংশ নেন।
অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
আরও পড়ুন : শীতের তীব্রতা বৃদ্ধি, তাপমাত্রা আরও কমতে পারে
এ সময় আফরোজা খানম রিতা বলেন, ‘এখানে এসে শুনলাম, আমার বাবা একাধিকবার এই দরবারে এসেছিলেন- এই কথাটা শুনে আমার মন ভরে গেছে। মনে হলো, এটা আমার জন্য এক বড় প্রাপ্তি। আল্লাহর রহমত না থাকলে এই সুযোগ পেতাম না। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন বাবার মতো সততা নিয়ে কাজ করতে পারি। তাঁর অনেক স্বপ্ন ছিল জেলার উন্নয়ন নিয়ে, আমি চাই তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে।’
আরও পড়ুন : দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
দরবার শরীফের পক্ষ থেকে আফরোজা খানম রিতাকে ফুল দিয়ে স্বাগত জানান দরবার শরীফের খাদেম শাহ আরিফুর রহমান বাবু এবং শাহজাদা রহমান বাঁধন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ