পায়ের ব্যান্ডেজে বিপুল ইয়াবা নিয়ে ধরা নারী
জামালপুরে পায়ের ব্যান্ডেজের ভেতরে লুকিয়ে রাখা ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ।
এর আগে, রোববার বেলা ১১টার দিকে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় বিশেষ অভিযানে ওই নারীকে আটক করা হয়। আটক নারী জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহনা এক্সপ্রেস নামে একটি বাসে অভিযান চালানো হয়। সন্দেহজনক আচরণের কারণে ওই নারী যাত্রীকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। এক পর্যায়ে তিনি স্বেচ্ছায় তার ডান পায়ের ব্যান্ডেজ খুলে দুটি প্যাকেট বের করে দেন। প্যাকেট দুটির ভেতর থেকে মোট ৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হালিম রাজ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালেহা বেগম স্বীকার করেছেন, ইয়াবার এই চালানটি ঢাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। কারা এ চক্রের সঙ্গে জড়িত এবং মাদকের উৎস কোথায়- তা নিশ্চিত করতে তদন্ত চলছে। আটক নারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)