নিরাপত্তার স্বার্থে ট্রাইব্যুনাল গেটে তল্লাশি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটে তল্লাশি করছে আইন শৃঙ্খলাবাহিনী।
আজ সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ও এর আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদেরও দেখা গেছে।
হাইকোর্ট গেট থেকে দোয়েল চত্বর পর্যন্ত এক পাশের রাস্তায় সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হাইকোর্ট ও ট্রাইব্যুনাল গেটের প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাইকে তল্লাশি করছেন।

নিজস্ব প্রতিবেদক