শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর জয়পুরহাটে বিএনপির পৃথক আনন্দ মিছিল। ছবি : এনটিভি
জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় জয়পুরহাটে বিএনপির পৃথক আনন্দ মিছিল হয়েছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে রায় ঘোষণার পর পরই জেলা শহরে বিএনপির নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করে দলীয় কার্যালয় থেকে বের হয়ে আসে।
এরপর জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের নেতৃত্বে এবং বিএনপির অপর একটি অংশ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফয়সল আলীমের নেতৃত্বে পৃথক আনন্দ মিছিল নিয়ে বিভিন্ন স্লোগানসহ শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বক্তব্য দেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট