ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বার বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি অনলাইন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বার বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
বার বাজার রেলওয়ে স্টেশন মাস্টার সিদ্দিকুল ইসলাম বলেন, খুলনার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ২টা ৩৮ মিনিটের দিকে বার বাজার রেলওয়ের সিগনালে পৌঁছালে ওই নারী এ দুর্ঘটনায় নিহত হন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনা নাকি আত্মহত্যা- এমন প্রশ্নের জবাবে বার বাজার রেলওয়ে স্টেশন মাস্টার সিদ্দিকুল ইসলাম বলেন, এ ব্যাপারটা আমার জানা নেই।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)