রাজধানীতে ৬টি ককটেল নিষ্ক্রিয় করল সিটিটিসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ছয়টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। সিটিটিসি বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট আজ রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ককটেল উদ্ধার করে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকার একটি বাসা থেকে ছয়টি ককটেল উদ্ধার করে।
পরে জননিরাপত্তার কথা বিবেচনা করে বেলা ২টা ২৫ মিনিটে দারুস সালাম থানাধীন গোলার টেক মাঠে সফলভাবে ছয়টি ককটেল নিষ্ক্রিয় করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)