ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের ওয়াসফিটে (পরিষ্কারের স্থান) দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে দাহ্য পদার্থ দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই বগির ছয়টি সিট পুড়ে গেছে। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) ভোর সোয়া চারটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে স্টেশন এলাকায় নজরদারি বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, ট্রেনটি রাতে জারিয়া থেকে স্টেশনে আসার পর পরিচ্ছন্নতার কাজের জন্য ওয়াসফিটে পাঠানো হয়েছিল। সেখানেই দুর্বৃত্তরা একটি বগিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ময়মনসিংহ রেল স্টেশন জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতার হোনসেন আজ সকালে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ আকতার হোসেন বলেন, ‘আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।’ তিনি জানান, এখন পর্যন্ত ঘটনার সংশ্লিষ্টতায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ