জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
আজ শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ভুটানের নেতার গাড়িবহর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে।
এ সময় রাষ্ট্রীয় অতিথিকে স্বাগত জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, মো. খালেকুজ্জামান চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক রেজাউল করিম ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। কিছুটা সময় নিরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সন্মান প্রদর্শন করেন ভুটানের প্রধানমন্ত্রী। পরে স্মৃতিসৌধের দর্শনার্থী বইতে স্বাক্ষর এবং বকুল গাছের চারা রোপণ করেন তিনি।
প্রায় ২০ মিনিট অবস্থান শেষে ঢাকার উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন ভুটানের প্রধানমন্ত্রী।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার সকালে ঢাকায় এসে পৌঁছেন। তাঁকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) লাল গালিচা সংবর্ধনার আয়োজন করা হয়।
ভুটানের এই নেতাকে বহনকারী ড্রুকএয়ারের বিমানটি সকাল প্রায় ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সকালে এ তথ্য জানানো হয়।
বৈঠকের পর প্রধানমন্ত্রী তোবগেকে একটি অস্থায়ী স্যালুটিং ডায়াসে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে ১৯টি গান স্যালুট এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

জাহিদুর রহমান