রাজধানীর সেগুনবাগিচায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড
বহুতল ভবনে অগ্নিকাণ্ড। ছবি : এনটিভি
রাজধানীর সেগুনবাগিচায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ বিকেল ৩টা ৪ মিনিটে পুরানা পল্টনের সেগুনবাগিচা এলাকায় একটি ১০ তলা বাণিজ্যিক ভবনের ৯ম তলায় আগুন লাগার খবর আসে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের চেষ্টায় বিকেল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানায়নি ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিবেদক