কামরাঙ্গীরচরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নাসিমা আক্তার কল্পনার গণসংযোগ
ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী ও কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসিমা আক্তার কল্পনা কামরাঙ্গীরচর এলাকায় গণসংযোগ করেছেন।
আজ শনিবার (২২ নভেম্বর) বিকেলে গণসংযোগ শেষে নাসিমা আক্তার কল্পনা সন্ধ্যায় কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় পথসভায় বক্তব্য দেন। এ সময় তার ছেলে ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সেকশন বটতলা এলাকা থেকে নাসিমা আক্তার কল্পনা মিছিলসহ বিভিন্ন সড়কে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন এবং ধানের শীষ মার্কায় ভোট চান।
নাসিমা আক্তার কল্পনা বলেন, আগামীদিনে এই এলাকার উন্নয়ন ও কামরাঙ্গীরচরের আধুনিকায়নের জন্য ধানের শীষ মার্কায় ভোট দেওয়া জরুরি। বিএনপি ক্ষমতায় এলে শহীদ নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুর সুষ্ঠু বিচার করা হবে।
নাসিমা আক্তার কল্পনা আশ্বাস দিয়ে বলেন, নির্বাচিত হলে কামরাঙ্গীরচরসহ ঢাকা-৭ সংসদীয় এলাকার সার্বিক উন্নয়নে তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
গণসংযোগ ও পথসভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক হাসান উদ্দিন আহমেদ সোহেল, সদস্য সচিব মো. মোক্তার হোসেনসহ স্থানীয় যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ