নির্বাচিত হলে নারীদের নামে ফ্যামেলি কার্ড দেবে বিএনপি : নিপুণ রায়
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারী-শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, নারীদের ক্ষমতায়ন করছেন তারেক রহমান। শুধু প্রতিশ্রুতি নয়, তিনি বাস্তবায়নও করেছেন। তিনি বিশ্বাস করেন, নারী সমাজ জেগে উঠলে বাংলাদেশে পরিবর্তন আসবে।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার গো-হাটে এক আলোচনা সভায় এসব কথা বলেন নিপুণ রায়। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আরও বলেন, আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় প্রতিটি পরিবারে নারীপ্রধানের নামে ফ্যামেলি কার্ড প্রদান করা হবে, যা দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবে। কাজেই আগামী নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল মহিত তালুকদারকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনি অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু ও সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান প্রমুখ।

আসাদুর রহমান জয়, নওগাঁ