চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই তরুণ নিহত হয়েছে।
আজ সোমবার (২৪ নভেম্বর) বেলা ২টার দিকে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন লোকনাথপুর পশ্চিমপাড়ার এনামুল হোসেনের ছেলে সেলিম (১৮) এবং তারিফ হোসেনের ছেলে তানজিল (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, তানজিল ওয়ালটন কোম্পানির একটি ১১০ সিসি মোটরসাইকেল চালিয়ে সেলিমকে নিয়ে এলাকায় ঘুরছিলেন। এ সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সজোরে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তানজিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারান এবং মুহূর্তেই দুর্ঘটনাটি ঘটে।
দুই তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুজনই পেশায় কৃষিকাজ করত।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ‘সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)