বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সাভারে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকা অবরোধ করে রাখেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার শিক্ষার্থীরা।
মহাসড়ক অবরোধ করার ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ছাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের তুরাগ এলাকায় ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ইংলিশ বিভাগের শিক্ষার্থী সৌরভ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ ফুটওভার ব্রিজ নির্মাণ ও ঘাতক চালকের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। দুপুর সাড়ে তিনটার দিকে ফুটওভার ব্রিজ নির্মাণ ও ঘাতক চালকের শাস্তির আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে দেন অবরোধকারী শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া এনটিভিকে বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছি। তাদেরকে রাস্তা ছেড়ে দিয়ে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করার জন্য বলা হচ্ছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জাহিদুর রহমান