হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইনবোর্ড মোড় অবরোধ করে রাখেন তারা।
অবরোধকারীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।
জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলা সদস্য জাবেদ আলম বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় ১০ দিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনও খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব।
শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস জানান, ইনকিলাব মঞ্চের এই কর্মসূচি পূর্বঘোষিত ছিল। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একাধিক দল কাজ করছে।
এদিকে, মহাসড়কে হঠাৎ এই অবরোধের ফলে আটকা পড়া হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

তারেক স্বপন, নারায়ণগঞ্জ
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)