দিনাজপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
দিনাজপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। ছবি : এনটিভি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দিনাজপুরের ফরিদপুর দারুল কোরআন মাদ্রাসা মসজিদে কুরআনের পাখিদের মাঝে খাবার প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলী, জেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক নুর আলম হক খোকন, ৯ নং ওয়ার্ডের যুবদল নেতা মোস্তফা কামাল, সাবেক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল এবং বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দিনাজপুর প্রতিনিধি