নির্বাচন ঘিরে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের সমর্থন নিয়ে তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুর-৪ আসন চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর সুইহারী বাজার উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, তারা বলছে—একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা। ১৯৭১ সালে গণহত্যার সহযোগী ছিল ওই দলটি।
আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল দিনাজপুর-৪ আসনে আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার দোয়া কামনা করেন।
পথ সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধানের শীষের প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া। এ সময় খানসামা উপজেলা বিএনপিনেতা আমিনুল ইসলাম চৌধুরী, সাইদ আহমেদ সেলিম বুলবুল, সফিকুল ইসলাম, রবিউল আলম তুহিন, সাখাওয়াত হোসেন লিটন, চিরিরবন্দর উপজেলা বিএনপি নেতা নুর আলম সরকার দুলু ও মমিনুল ইসলাম বক্তব্য দেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)