ভিন্নমতকে শত্রু ভাবা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে বহুদলীয় শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার পাশাপাশি বন্ধ করে দেওয়া সব পত্রিকা খুলে দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি আরও বলেন, বর্তমান সময়ে ভিন্নমতকে শত্রু মনে করার প্রবণতা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দিয়ে বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে ভিন্নমতের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে। তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের মধ্যে ফিরে যেতে চাইলে অপরের যে মতপ্রকাশের স্বাধীনতা, সেটাকেও আমাদের একইসঙ্গে মূল্য দিতে হবে। গণতন্ত্রের মূল কথা এই জায়গায়—আমি আপনার সঙ্গে একমত হব না, কিন্তু আপনার মতপ্রকাশের স্বাধীনতাকে অবশ্যই রক্ষা করব।’
বিএনপি মহাসচিব দুঃখ প্রকাশ করে বলেন, ‘বর্তমানে দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয় এবং তার সম্পর্কে বিভিন্ন রকম মিথ্যা অপপ্রচার চালানো হয়।’
মিথ্যা প্রচারণা ও গুজব ছড়ানোর বর্তমান সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘আজ সবচেয়ে বড় ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। সোশাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা ইচ্ছা তাই বলা যায়। এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সবার প্রতি নেগেটিভ (নেতিবাচক) প্রচারণা করা হয়, তাতে গণতন্ত্র শক্তিশালী হয় না। এর ফলে এক ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করছে।’
মির্জা ফখরুল দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে বলেন, ‘শহীদ জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহু দলীয় শাসন ব্যবস্থা ফিরিয়ে এনেছিলেন এবং গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। পরবর্তীকালে বেগম খালেদা জিয়াও গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করেছেন। আমাদের ৩১ দফায় পরিষ্কার করে বলেছি—আমরা সম্পূর্ণরূপে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করব।’
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কোনো দলের লেজুড়বৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে হবে। দেখবেন, আপনার অধিকারকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ, সত্যিকার অর্থে নিজেদের দায়িত্ব পালনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক