যে আট অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
আবহাওয়া অফিস দেশের আটটি বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গতকাল সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গত রোববার (৩০ নভেম্বর) গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল।
আরও পড়ুন : বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
এটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় সোমবার (১ ডিসেম্বর) দুপুরে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আরও পড়ুন : আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
এ অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার অপর এক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, আজ ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
আরও পড়ুন : শীতের দাপট শুরু, তাপমাত্রার পারদ ১২ ডিগ্রিতে
সমুদ্রবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক