শীতের দাপট শুরু, তাপমাত্রার পারদ ১২ ডিগ্রিতে
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দাপট শুরু হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
শীতের তীব্রতা ও স্থানীয় পরিস্থিতি
স্থানীয়রা জানিয়েছেন, ভোর থেকে সকাল পর্যন্ত এলাকায় বেশ ঠাণ্ডার আমেজ থাকলেও রোদ ওঠার সঙ্গে সঙ্গে চারপাশ ধীরে ধীরে উষ্ণ হয়। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
জেলা ঘুরে দেখা গেছে, ফসলি জমি ও ঘাসের ডগায় শিশিরবিন্দু জমে আছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিমেল হাওয়া বইছে। বিকেল গড়ালেই তাপমাত্রা কমতে শুরু করে এবং মধ্যরাতের পর শীতের তীব্রতা বাড়ে। ঘন কুয়াশার কারণে ভোরবেলায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
আরও পড়ুন : চট্টগ্রামে ৪.৯ মাত্রার ভূমিকম্প
তাপমাত্রার ওঠানামা
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, গত সপ্তাহজুড়ে জেলার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে। গত কয়েকদিন তাপমাত্রার পারদ ছিল ১৩ ডিগ্রির ঘরে। সোমবার ১৩ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস, রোববার ১৩ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস, শনিবার ১৩ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ১৩ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ও বৃহস্পতিবার ১৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের পূর্বাভাস
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীত ধীরে ধীরে নামছে। আজ ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তিনি বলেন, ‘সামনে শীত আরও তীব্র হতে পারে এবং শৈত্যপ্রবাহ বইতে শুরু করারও সম্ভাবনা রয়েছে।’
ঢাকার আবহাওয়া
এদিকে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন : উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড
নদীবন্দরের সতর্কবার্তা
আবহাওয়ার অপর এক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, আজ ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)