খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত ২৭ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া সিসিইউতে রয়েছেন। তিনি মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আরও পড়ুন : খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান
ডা. জাহিদ হোসেন জানান, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি আমেরিকা (জনস হপকিন্স), ইউকে (লন্ডন ক্লিনিক) এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে তাঁর চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। তবে এই সংকটময় মুহূর্তে তাঁর সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর মানুষের উনার প্রতি ভালোবাসা ও দোয়ার কারণে হয়তো উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।’
বিভ্রান্তিকর খবর ছড়ানো প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে কঠোর বার্তা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাই। একইসঙ্গে কোনো ধরনের গুজবে কান না দেওয়া ও গুজব ছাড়ানো থেকে বিরত থাকার জন্য পরিবার-দলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের দল কীভাবে আপনাদেরকে তথ্য দেবে, সেটিও দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।’
আরও পড়ুন : সর্বশেষ বার্তায় যা জানালেন তারেক রহমান
ডা. জাহিদ আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসার সমস্ত বিষয়ে তদারকি করছেন। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সার্বক্ষণিক উনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা করছে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এ ছাড়া বন্ধুপ্রতিম বিভিন্ন দেশ, যেমন—যুক্তরাষ্ট্র, ইউকে, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত চিকিৎসার ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যার জন্য দল কৃতজ্ঞ।
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন স্পষ্ট করে বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁকে (খালেদা জিয়া) নিয়মিত পর্যবেক্ষণ করছেন। আজও ইউকে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন। মেডিকেল বোর্ড যখন মনে করবে, তখনই উনাকে যথাযথ সময়ে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। রোগীর বর্তমান অবস্থা ও সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে এই মুহূর্তে কোনো কিছু করার সুযোগ নেই।
সবাইকে ধৈর্য ধারণ করার এবং বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করার আহ্বান জানান ডা. জাহিদ হোসেন।

এনটিভি অনলাইন ডেস্ক