সংসদ ও গণভোটের মক ভোটিংয়ে গড়ে ৩.৫২ মিনিট সময় লেগেছে : ইসি
মক ভোটিংয়ে সংসদ ও গণভোটে দুটি ব্যালটে ভোট দিতে একজনের পর আরেকজন যেতেই গড়ে দেড় মিনিট সময় লাগছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ বুধবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ‘ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষ্যে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি’র উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান ইসি আবুল ফজল।
নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচনে ব্যালট থাকছে, এজন্য টাইম ম্যানেজমেন্ট নিয়ে সতর্ক থাকতে হবে। আমরা মক ভোটিং করে দেখেছি, ভালো ফ্লো রাখতে একজন ভোটারের পরে আরেকজন ঢুকতে গড়ে দেড় মিনিট সময় লাগে। আর ভেতরে একজন ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড নিয়েছে।
আরও পড়ুন: নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে : সিইসি
গণভোটের প্রশ্ন পড়তেও সময় নিয়েছে ভোটাররা। আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, যিনি না পড়ে সিল দিচ্ছেন ২ মিনিটে শেষ করছে, আবার যিনি পড়ছে ৭/৮ মিনিটও সময় নিয়ে ভোট দিয়েছেন।
সার্বিক বিবেচনায় নিয়ে এবার ভোটগ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান এ নির্বাচন কমিশনার। ৭ ডিসেম্বর কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
এ নির্বাচন কমিশনার বলেছেন, আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই, তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচন।
এ অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, সবাই শতাব্দীর ভাল নির্বাচন চাই। আমরা নির্বাচনি জোয়ারে আছি। সামনে যে নির্বাচন ও গণভোটের যে আয়োজন তা বিশাল কর্মযজ্ঞ। এবং একটি আরেকটির পরিপূরক। গণভোটের যে চারটা প্রশ্নের ওপর শুধু একটা উত্তর সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। কিন্তু উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারণায় বিশটা ম্যানিফেস্টো থাকে। তার সবগুলোতে একমত হয় না সবাই তবে সার্বিকভাবে দেখে।
আরও পড়ুন: নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল : নির্বাচন কমিশনার
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির সহযোগিতায় এ আয়োজনটি পরিচালনা করছে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট।

নিজস্ব প্রতিবেদক