১৫ মিনিট বন্ধ ছিল মেট্রো চলাচল
মেট্রোরেল। ফাইল ছবি
মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর কাপড় পড়ার কারণে আজ বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এ তথ্য জানিয়েছেন।
আহসান উল্লাহ শরিফী জানান, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে বৈদ্যুতিক তারের ওপর কাপড় পড়ায় সেটি সরাতে মেট্রোরেল চলাচল ১২টা ২২ মিনিট থেকে বন্ধ থাকে। ১৫ মিনিট সময়ের মধ্যেই কাজ শেষ হয়ে যাওয়ায় ১১টা ৩৭ মিনিটে পুনরায় চলাচল শুরু হয়।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান আহসান উল্লাহ শরিফী।

নিজস্ব প্রতিবেদক