কুয়াশা–আর্দ্রতায় স্থবির দিনাজপুরের জনজীবন!
উত্তরের হিমেল পরশ যেন এ বছর আরও আগেই ছুঁয়ে গেছে দিনাজপুরকে। ভোরের ঘন কুয়াশায় ঢাকা পথঘাট, নিস্তব্ধ বাতাস আর বাড়তি আর্দ্রতার চাপে গোটা জেলা এখন শীতের চাদরে মোড়া। টানা কয়েকদিন ধরে দিন-রাতের তাপমাত্রার ওঠানামা শীতের তীব্রতাকে আরও প্রকট করে তুলেছে, ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও নেমে এসেছে স্থবিরতা।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় দিনাজপুর আবহাওয়া অফিসে ১২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
দিনাজপুরে শীতের তীব্রতা ও দুর্ভোগ
তীব্র শীত সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে খানসামা, বীরগঞ্জসহ আশপাশের উপজেলাগুলোর সাধারণ মানুষের জীবনে। ভোরের কনকনে বাতাসে মানুষ বিছানা ছাড়তে হিমশিম খাচ্ছে, বেড়েছে কর্মজীবী মানুষের দুর্ভোগ।
বেলপুকুর এলাকার নাছের বলেন, এত ঠান্ডা যে বাড়ি থেকে বের হতেও মন চায় না, কিন্তু উপায় তো নেই।
বাসুলী গ্রামের আজিবর জানান, যতই ঠান্ডা লাগুক, বাইরে তো বের হতেই হয়—আমরা দিন আনি দিন খাই।
দিনের বেলায় মৃদু রোদ দেখা মিললেও সকাল-বিকেল কাটছে শীতের কাঁপুনিতে। ভোরের ঠান্ডা বাতাস ও উচ্চ আর্দ্রতার কারণে জেলার আবহাওয়া আরও শীতল হয়ে উঠেছে।
আবহাওয়া অফিসের বক্তব্য
দিনাজপুর আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে, শীতের প্রভাবও অব্যাহত রয়েছে।
পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১২ ডিগ্রিতে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামতে শুরু করায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস ঘর থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন জেলার তাপমাত্রার ওঠানামা ছিল নিম্নরূপ—বুধবারে ১২ দশমিক দুই ডিগ্রি, মঙ্গলবারে ১১ দশমিক সাত ডিগ্রি ও সোমবারে ১৩ দশমিক তিন ডিগ্রি।
জনস্বাস্থ্যে প্রভাব ও চিকিৎসকের সতর্কতা
আবহাওয়ার এই বিরূপ প্রভাব জেলার জনস্বাস্থ্যে ব্যাপক প্রভাব ফেলছে। জেলার আশপাশের হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এতে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও হঠাৎ তাপমাত্রা পরিবর্তনজনিত অ্যালার্জিতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে স্থানীয় হাসপাতালগুলোতে। চিকিৎসকরা বলছেন, দিন-রাতের তাপমাত্রার এই বড় পার্থক্য শরীরের ওপর চাপ ফেলে। বিশেষ করে শিশু, বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা সম্পন্ন মানুষ বেশি ঝুঁকিতে থাকে। তাই সবাইকে সতর্ক থাকার এবং উষ্ণ কাপড় ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
তেঁতুলিয়ায় আবহাওয়ার পূর্বাভাস
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীত ধীরে ধীরে নামছে। তিনি বলেন, ‘আজ ১২.৫ ডিগ্রি রেকর্ড হয়েছে। সামনে শীত আরও তীব্র হতে পারে এবং শৈত্যপ্রবাহ বইতে শুরু করারও সম্ভাবনা রয়েছে।
ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা ১৭ ডিগ্রিতে
সারা দেশের মতো রাজধানী ঢাকায়ও বাড়তে শীতের আমেজ। ক্রমান্বয়ে তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
নদীবন্দরের সতর্কবার্তা
আবহাওয়ার আরেক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, আজ ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস
সারা দেশে আগামী পাঁচ দিন তাপমাত্রা কেমন থাকবে তা নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তামিলনাড়ু-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর তামিলনাড়ু–পুদুচেরী উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এ অবস্থায় বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)