অনশনের পর অবশেষে নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল
নির্বাচন কমিশনের (ইসি) সামনে ১৩৪ ঘণ্টা অনশন করা সেই তারেক রহমানের ‘আমজনতার দল’ অবশেষে নিবন্ধন পেতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক কর্মশালায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব বলেন, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয়। পুনঃতদন্তে নতুন দুটি দল আমজনতার দল ও জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় কমিশন নিবন্ধন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
সচিব বলেন, দল দুটির বিষয়ে কারও আপত্তি রয়েছে কী না তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামীকাল (শুক্রবার) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।
এদিকে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান বলেন, বাংলাদেশের সবগুলো আসনেই আমরা অংশ নেব। আমরা প্রতীক হিসেবে প্রজাপতি মার্কা চেয়েছি।

নিজস্ব প্রতিবেদক