অনশন চালিয়ে যাওয়ার ঘোষণায় অনড় আমজনতা দলের তারেক
নতুন রাজনৈতিক দল হিসেবে ‘আমজনতা দল’ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশন করছেন। আজ বুধবার (৫ নভেম্বর) তিনি আবারও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেল থেকে নির্বাচন ভবনের সামনে অনশন করছেন মো. তারেক রহমান। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন তিনি।
নিবন্ধনের দাবিতে তারেকের এই অনশনে সংহতি জানিয়েছেন অনেক রাজনৈতিক দলের নেতারা। তার অনশন ভাঙাতে এবং আমজনতা দলের হয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলতে আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সামনে উপস্থিত হন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
আরও পড়ুন : ইসির সামনে আমরণ অনশনে আমজনতার তারেক
এ সময় রাশেদ খান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘তারেক ভাই এখানে বসেছে তার আবেগ থেকে, তার আবদারের জায়গা থেকে। তিনি গণঅভ্যুত্থানে জোরালো ভূমিকা রেখেছেন, আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন, জেল খেটেছেন। তারেক ভাইকে দেশের জনগণ ভালোবাসে, আমরাও ভালোবাসি।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘যারা অভ্যুত্থানের সাথে জড়িত না এমন দল নিবন্ধন পেয়েছে। অথচ তারেক ভাই ২০১৮ সাল থেকে আমাদের সাথে কাজ করছে। কিন্তু তার দলকে নিবন্ধন দেওয়া হয়নি। আমরা এখানে এসেছি তারেক ভাইয়ের অনশন ভাঙাতে।’
আজ বুধবার দুপুরে সাংবাদিকদের মো. তারেক রহমান বলেন, ‘আমি এই অনশন চালিয়ে যাব, এখন পর্যন্ত ২৩ ঘণ্টা হয়েছে। দেখি আল্লাহ আমাকে কতক্ষণ শক্তি দেয়। তারা (নির্বাচন কমিশন) যদি জুলাইকে ভালোবাসেন অবশ্যই এখানে আসবেন। তারা আমাকে চেনেন, আমার দলকে চেনেন। কেবল আমজনতার দল না, নিবন্ধন পাওয়ার উপযোগী প্রতিটি দলের হয়ে আমি এখানে অনশন করছি। যতক্ষণ পর্যন্ত নিবন্ধন না দিবে আমি অনশন চালিয়ে যাব।’

নিজস্ব প্রতিবেদক