৬ জেলেকে নিয়ে গেল আরকান আর্মি, জিম্মি বেড়ে ১৯০
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা। এসময় দুটি নৌকা জব্দ করা হয়।
মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কের এক প্রতিবেদনের বরাতে শুক্রবার (৫ ডিসেম্বর) জানা গেছে, আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অননুমোদিতভাবে মাছ ধরার অভিযোগে গত ৩ ডিসেম্বর (বুধবার) পৃথক অভিযানে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স (এসিএসএফ) নৌকাসহ তাদের আটক করে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘আরকান আর্মির এসিএসএফ বিদ্যমান সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’
হোয়াইক্যং ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ‘৩ ডিসেম্বর ঝিমংখালি সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৬ জেলেকে আটক করে। তাদের মধ্যে দুজন হোয়াইক্যং উত্তরপাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম ও রইক্ষ্যং গ্রামের অলি হোসেনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, জেলেদের আটকের বিষয়টি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের অবগত করেনি। তবে বিষয়টি খোঁজখবর নিচ্ছি।
বোট মালিক ও ভুক্তভোগীদের দেওয়া তথ্যানুযায়ী, এ পর্যন্ত মিয়ানমারের আরাকান আর্মির হাতে ১৯০ জন জেলে জিম্মি রয়েছে। তারা কেউ ফেরত আসেনি।

নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)