মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
পঞ্চগড়ে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় শুরু হয়েছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। রোববার (৭ ডিসেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও শনিবার (৬ ডিসেম্বর) থেকে তা আরও কমে গিয়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি করেছে।
রোববার ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে। সকাল ৯টা পর্যন্ত দৃশ্যমানতা এতটাই কম ছিল যে হেডলাইট জ্বালিয়েও সামনে কিছু দেখা যাচ্ছিল না। ফলে প্রয়োজন ছাড়া মানুষের চলাচল ছিল সীমিত। ঠান্ডার তীব্রতায় অনেকে গরম কাপড় জড়িয়ে কাজে বের হলেও কেউ কেউ ঘরে থাকতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন: তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যানবাহনের চালকদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকা থেকে পঞ্চগড়গামী নাইট কোচগুলো সময়মতো পৌঁছাতে পারেনি। চট্টগ্রাম থেকে আসা আল হিমমা পরিবহণের চালক মো. রিয়াজ জানান, রংপুর পর্যন্ত সেভাবে কুয়াশা পাইনি। কিন্তু পঞ্চগড়ে ঢুকতেই কিছু দেখা যাচ্ছিল না। ২০ মিনিটের রাস্তা ১ ঘণ্টা লেগে যাচ্ছে। হেডলাইট ঠিকমতো কাজ করে না, খুব আস্তে আস্তে আসতে হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ চলছে।
আরও পড়ুন: ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ সেলসিয়াস, গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)