আমরা দুর্নীতি করব না, করতেও দেব না : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কিছু বন্ধু সংগঠন বলেছে তারা যদি নির্বাচিত হয় তাহলে জামায়াতকে ছাড়া জাতীয় সরকার গঠন করবে। কিন্তু আমাদের বক্তব্য হলো, জাতির খেদমতের সুযোগ পেলে আমরা তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করব। তবে সেক্ষেত্রে তিনটি শর্ত আছে। সেগুলো হলো— নিজে দুর্নীতি করবেন না এবং কোনোরকম দুর্নীতিকে প্রশ্রয়ও দিবেন না
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা ১৫ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে পূর্ব কাফরুলে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াত আমির এসব কথা বলেন। সভায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা ও সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দীন মানিক উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিচার বিভাগের ওপর কোনোরকম হস্তক্ষেপ করবেন না এবং জুলাই সনদ মোতাবেক দেশ চালালে, কেউ তার বিরোধিতা করতে পারবেন না।
জামায়াত আমির বলেন, ৫ আগস্ট এমন একটা ঘটনা ঘটবে, কেউ কল্পনা করেনি। ৫৭ জন সেনা কর্মকর্তা ও জামায়াত নেতাদের শাহাদাতের মাধ্যমে যে স্টিমরোলার শুরু হয়, নির্যাতনের সেই শেষ হয় জুলাই বিপ্লবের মাধ্যমে।
সাধারণ মানুষকে চাঁদাবাজদের হাত থেকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডা. শফিকুর। তিনি বলেন, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ করতেই হবে। অনেকে খেটে খাওয়া মানুষের সঙ্গে পাঁচ-দশ টাকা নিয়ে মুলামুলি করেন, অথচ দুর্নীতিবাজ-চাঁদাবাজরা দেশটা শেষ করে দিচ্ছে, সেদিকে কারও খেয়াল নেই।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)