সিআইডির ট্রেনিং সেন্টারে এসআইয়ের ঝুলন্ত মরদেহ
রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান।
মৃ্ত্যুর বিষয়ে জানতে চাইলে মোস্তফা কামাল খান বলেন, পারিবারিক কারণেও হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। আমরা সেটা তদন্ত সাপেক্ষে বের করে আপনাদের জানাব।
আফতাব উদ্দিন রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল বিভাগে কর্মরত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক