আগামীকালের উপদেষ্টা পরিষদের বৈঠকে ডাকা হয়েছে আসিফ মাহমুদকে
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদের (মাহফুজ আলম ও আসিফ মাহমুদ) পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই বিষয়ে কথা বলবেন। তবে আগামীকাল বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ের সাত নম্বর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নিজের পদত্যাগের বিষয়ে তিনি আরও বলেন, আমার পদত্যাগের বিষয়ে ধোঁয়াশা রাখছি না, আসলে এই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও।
সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি নির্বাচন করব। তবে কোন আসন বা দল থেকে করব সে বিষয়ে পরে জানাব।
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। যদি সিদ্ধান্ত হয় আমি আপনাদের জানাব।
আসিফ মাহমুদ আরও বলেন, এনসিপির যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমরা একসঙ্গে জুলাই অভ্যুত্থানে কাজ করেছি। তবে দলে যোগ দেওয়ার বিষয়ে এখনও ভাবিনি।

নিজস্ব প্রতিবেদক