অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদের দাফন সম্পন্ন
অশ্রুসিক্ত নয়নে রাজশাহীর শিশু সাজিদকে শেষ বিদায় জানিয়েছে হাজার হাজার মানুষ।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট মধ্যপাড়ায় সাজিদের বাড়ির পাশে একটি মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বাড়ির পাশের নেককিরি কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজে ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। তিনি সাজিদের স্বজন। জানাজা শেষে কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রা। পরে শিশুর স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা মাটি খনন করে ৩২ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ৯টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)