হাদিকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক সড়কের কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করে। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহণের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
অবরোধকারীরা জানায়, ওসমান হাদির ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। তাদের দাবি, হামলার ঘটনাটি পরিকল্পিত। তাই দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে। আশ্বাস পাওয়ার পর তারা অবরোধ তুলে নেয়। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে হয়।

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)