অসতর্কতায় সকাল থেকে দুই দফায় বন্ধ মেট্রো চলাচল
কিছু যাত্রীর অসতর্কতায় সকাল থেকে দুই দফায় বন্ধ ছিল মেট্রো চলাচল। এতে করে সকালে অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীসহ ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী। বিশেষ করে অনেক পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নিতে সমস্যায় পড়তে হয়। আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টা পর্যন্ত দুই দফায় মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা (উপ সচিব মর্যাদা) নাজমুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘মেট্রোরেলে ওঠার সময় এক যাত্রীর ব্যাগ আটকে যাওয়ায় সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। দ্বিতীয় দফায় দুপুর ১২টা ২৭ মিনিটে সচিবালয় স্টেশনে মেট্রোরেলের বিদ্যুৎ লাইনের ওপর তার জাতীয় কিছু ফেলায় ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রো চলাচল।’
তবে কাজীপাড়া মেট্রো স্টেশনে আটকে পড়া এক যাত্রী এনটিভি অনলাইনকে বলেন, হঠাৎ করে মেট্রোরেল বন্ধ হওয়ায় প্রায় ২০ মিনিট আটকা পড়ে ছিলাম। এতে করে ভোগান্তিতে পড়তে হয়েছে।
এদিকে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে গতকাল শুক্রবারও (১২ ডিসেম্বর) পাঁচ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। আলোচনায় দাবি পূরণের প্রতিশ্রুতি পেয়ে কর্মীরা কর্মবিরতি থেকে সরে আসেন। এরপর রাত আটটার কিছু পরে মেট্রোরেল চলাচল শুরু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে আন্দোলনকারীদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, তাদের দাবি অনুযায়ী চাকরিবিধি ১১ ডিসেম্বরের মধ্যে অনুমোদন হয়নি। এজন্য শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। এ সময় কোনো যাত্রীসেবা দেওয়া হবে না। সকাল থেকে মেট্রোরেলের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেবেন আন্দোলনকারীরা।

নিজস্ব প্রতিবেদক