পুলিশের অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১ হাজার ৫০৬ জন
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টমুলে গ্রেপ্তার ৯৬৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক ক্ষুদের্বাতায় আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযানে ওয়ান শুটারগান দুটি, পিস্তল একটি, দেশীয় একনলা বন্দুক একটি, তাজা কার্তুজ একটি, খোসা চার রাউন্ড, কার্তুজ চার রাউন্ড, হাতবোমা দুটি ও চাইনিজ কুড়াল একটি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)