ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ কেন সংবিধান বিরোধী নয় : হাইকোর্ট
হাইকোর্ট স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪-এর ধারা ৭, ৮ ও ৯-এর সংবিধানিকতা পরীক্ষা করার জন্য রুল জারি করেছেন। রুলে বলা হয়েছে, কেন এই ধারা অসংবিধানিক, বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না– তা জানতে চাইতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগসহ পাঁচজনকে জবাব দিতে হবে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি উর্মী রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া।
মনিরুল ইসলাম মিয়া জানান, ৪ জুলাই ২০২৪ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪ প্রণয়ন করা হয়। ওই আইনের ধারা ৭ অনুযায়ী, কোনো এলাকাকে ইউনিয়ন ঘোষণার পর বা ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সরকারের পক্ষ থেকে ১ জন উপযুক্ত কর্মকর্তা বা ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হবে। প্রশাসক নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের সার্বিক দায়িত্ব পালন করবেন।
তবে উপধারা (১)-এর অধীনে নিযুক্ত প্রশাসক কেবলমাত্র এক মেয়াদে ১২০ দিনের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। বিশেষ ক্ষেত্রে যেমন দৈব-দুর্বিপাক, অতিমারি বা মহামারির মতো পরিস্থিতিতে সরকার এই মেয়াদ যৌক্তিক সময়ের জন্য বৃদ্ধি করতে পারবে। রিটের পক্ষ দাবি করেছেন, এই ধারা সংবিধানের ৭.১১.৫৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
রিট পিটিশনটি দায়ের করেছেন ভোলা জেলার লালমোহন উপজেলার প্যানেল চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক