সুদানে শান্তিরক্ষীর মৃত্যু : কিশোরগঞ্জে স্বজনদের শোকের মাতম
সুদানের আবেই এলাকায় সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষীর মধ্যে একজন জাহাঙ্গীর আলমের কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে চলছে স্বজন হারানোর মাতম। তার মৃত্যুর সংবাদে জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় এই মর্মান্তিক ঘটনার কথা নিশ্চিত করে। আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে জাহাঙ্গীর আলমসহ ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন।
নিহত জাহাঙ্গীর আলম (৩০) তারাকান্দি গ্রামের মো. হজরত আলী ও পালিমা বেগম দম্পতির মেঝ ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ৭ নভেম্বর শান্তিরক্ষা মিশনে সুদান গিয়েছিলেন। তিনি স্ত্রী রুবাইয়া আক্তার ও তিন বছর বয়সী একমাত্র ছেলে ইরফানকে রেখে যান।
স্বামীর মৃত্যুর খবরে স্ত্রী রুবাইয়া আক্তার বারবার জ্ঞান হারাচ্ছেন। তাকে সামলাতে স্বজনরা হিমশিম খাচ্ছেন। ছেলের শোকে কাতর মা পালিমা বেগম সবার কাছে তার ‘ঘরের আলো’ ছেলেকে ফিরিয়ে আনার আকুতি জানাচ্ছেন।
পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস জানিয়েছেন, প্রশাসন নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ