বিএনপির যুক্তরাজ্য শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
বিএনপির লোগো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুক্তরাজ্য শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন খসরুজ্জামান খসরু।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
এতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এ আংশিক কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই যুক্তরাজ্য শাখার পূর্ণ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

নিজস্ব প্রতিবেদক