স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ে ডাকসুর নেতারা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে সচিবালয়ে প্রবেশ করেছেন ডাকসুর প্রতিনিধি দল। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সারথি ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় শুটারকে গ্রেপ্তারে ব্যর্থতার অভিযোগে এ দাবি তুলেছেন তারা।
আরও পড়ুন : হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলীর নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে সচিবালয়ে যান তারা। এ সময় তাদের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমও রয়েছেন।
এর আগে, বেলা ২টার দিকে ডাকসু ভবনের সামনে থেকে ভিপি সাদিক কায়েম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। সচিবালয়ের দিকে যাওয়ার পথে বেলা দেড়টার দিকে বিক্ষোভকারীরা শিক্ষা ভবন এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন। সেখানে তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা ‘সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে’, ‘আমরা সবাই হাদি হব, হাদির মুখে কথা কব’সহ বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন : ময়মনসিংহ সীমান্ত দিয়ে ফয়সাল পালিয়েছে কিনা নিশ্চিত নয় বিজিবি
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স।

নিজস্ব প্রতিবেদক