‘হাদি গোটা দেশকে এক জায়গায় নিয়ে এসেছে’
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেছেন, এক হাদি (শরিফ ওসমান হাদি) গোটা বাংলাদেশকে এক জায়গায় নিয়ে এসেছে। এখন আর কেউ কাঁদা ছোড়াছুড়ি করছে না। কেউ কাউকে টকশোতে গালি দিচ্ছে না।
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আজ সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে’ তিনি এ কথা বলেন।
হাদির ওপর হামলাকারীকে গ্রেপ্তারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণার কথা উল্লেখ করে রাকসু জিএস বলেন, হাদি ভাইয়ের ওপর হামলাকারীকে গ্রেপ্তারে আপনি ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করলেন। আমি সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস বলছি, কেউ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাতে পারলে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিলাম।
সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সাদ্দাম বলেন, জুলাই বিপ্লবীরা আবার মাঠে নামবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক