পঞ্চগড়-১ আসনে মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা এই মনোনয়ন ফরম কিনেন।
এ বিষয়ে মুঠোফোনে সারজিস আলম বলেন, ‘পার্টির পক্ষ থেকে আমাকে পঞ্চগড়-১ আসনে প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে। আজ দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র কিনেছেন। আশা করি অন্তর্বর্তী সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন, যারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে জড়িত তাদের একটা সর্বোচ্চ প্রচেষ্টা লাগবে। কারণ আমাদের ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে নিরাপত্তা সংক্রান্ত নতুন করে সংকট তৈরি হয়েছে। খুনিরা তো তাদের জায়গা থেকে সুষ্ঠু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। তারা কখনও গণতান্ত্রিক ছিল না। গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা, সেটা তারা সহযোগিতা করবে না। সেই জায়গা থেকে জুলাইয়ের যে শক্তি, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং অন্তর্বর্তী সরকার এবং এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় সবাইকে তাদের সর্বোচ্চ যে কার্যক্রমগুলো সেগুলো হাতে নিতে হবে। তাহলে আশা করি আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারব।’

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)