আদালত চত্বরে ডাবল মার্ডার মামলায় গ্রেপ্তার ১
খুলনায় আদালত চত্বরের সামনে ডাবল মার্ডারের ঘটনায় জড়িত এজাজুল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
কর্নেল নিস্তার আহমেদ বলেন, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদারকে (৪০) প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই র্যাব-৬ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত, সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে তদন্ত শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় রূপসা আইচগাতি এলাকা থেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এজাজুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এজাজুল ওই এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজে তাকে সরাসরি হত্যার সময় অংশ নিতে দেখা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এজাজুল জোড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। একই সঙ্গে সে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা আরও সাতজনের নাম প্রকাশ করেছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা