রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টি নেতার মরদেহ উদ্ধার
রাজধানীর পল্টন থানাধীন বিজয় নগরের একটি আবাসিক হোটেল থেকে হাজরা শহিদুল ইসলাম (৬৮) নামে জাতীয় পার্টির (জাপা) এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ এ তথ্য জানান।
মনিরুজ্জামান জানান, আজ দুপুরে খবর পেয়ে হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে মরদেহটি পাঠানো হয়েছে।
মনিরুজ্জামান আরও জানান, নিহত ব্যক্তির পরিবারের লোকজন থানায় এসেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, হাজরা শহিদুল ইসলাম জাতীয় পার্টির বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীও ছিলেন।

নিজস্ব প্রতিবেদক