হাদির মৃত্যুতে শোক জানাল মার্কিন দূতাবাস
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম পরিচিত নেতা শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দূতাবাসের ভেরিফায়েড পেজে এক শোকবার্তার মাধ্যমে তার স্মৃতির প্রতি এই শ্রদ্ধা জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় এক সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাদির এই মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক