ভারতীয় রুপিসহ আটক ১
জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় সীমান্তে অভিযান চালিয়ে ১৮ হাজার ভারতীয় রুপি ও নগদ ২ হাজার ৫০০ টাকাসহ মো. আসাদ (২৮) নামে এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি। আজ শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার সাতানীপাড়া বিওপির ১০৮৬/৬ এস নং সীমান্ত পিলারের কাছাকাছি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসাদ উপজেলার বালুগ্রাম এলাকার মৃত আবু হোসেনের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাতানীপাড়া সীমান্ত এলাকা থেকে রুপিসহ আসাদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত অর্থসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান রোধে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির জিরো টলারেন্স নীতি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আসমাউল আসিফ, জামালপুর