রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার : আমীর খসরু
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক সংস্কৃতির অবশ্যই পরিবর্তন দরকার। আগের মতো আগামী দিনে বাংলাদেশ চলবে না। রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মহানগরীর একটি পাঁচ তারকা হোটেলে ‘বাণিজ্য সংলাপ’ অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের ক্ষমতা বাড়ানো হয়, কমানো হয় রাষ্ট্রের ক্ষমতা। অর্থনীতিকে রাজনীতিকরণ থেকে গণতন্ত্রায়ণ করতে হবে। বন্দর, কাস্টমসহ সব সরকারি অফিসের অনিয়ম-দুর্নীতি বন্ধে অটোমেশনে যেতে হবে।
আগামীতে আমলাতন্ত্র থেকে অনেক কিছু বের করে নিয়ে আসবেন জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তৈরি পোশাক শিল্পের মতো প্রত্যক রপ্তানিকারক বন্ড সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে কোনো রাজনৈতিক নেতার স্থান হবে না। প্রয়োজনে বেশি বেতনে দক্ষ লোক নিয়োগ দেওয়া হবে।
চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরাম বাণিজ্য অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে এই ‘বাণিজ্য সংলাপ’ অনুষ্ঠানের আয়োজন করে। চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএ নেতা, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম, বিজিএমইএর সহসভাপতি সেলিমুর রহমান, বারবিডা সভাপতি হাবিবুর রহমানসহ তিন পার্বত্য জেলার বিবিন্ন ব্যবসায়ী নেতা অংশ নেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম