শরীয়তপুরে ছাত্রদল-এনসিপির সংঘর্ষে আহত ১০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুরে ছাত্রদল-এনসিপির মধ্যে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল যুবদল ও পথচারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (২২ ডিসিম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের চৌরঙ্গী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গুরুতর আহত যুবদলনেতা নাঈম বেপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। এখনও কোনো মালমলা হয়নি। সংঘর্ষ চলাকালে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
পালং থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত আটক ও বিচার এবং খুলনায় শ্রমিক শক্তির মোতালেব শিকদারের ওপর গুলির প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে এনসিপির নেতা-কর্মীরা। মিছিলটি চৌরঙ্গী এলাকায় এলে মোটরসাইকেল সাইট দেওয়া নিয়ে এক ছাত্রদলকর্মীর সঙ্গে তর্কতর্কি হয় এনসিপি নেতাকর্মীদের। এ সময় ছাত্রদলকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ ছাত্রদল কর্মীদের। এ ঘটনাকে কেন্দ্র করে চৌরঙ্গী এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এ সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক সরদার, সদস্য আবিদ খান, আবির খান, নিরব তালুকদার, আরমান ও মামুন মাঝি, যুবদলনেতা মোহাম্মদ আলী ও নাঈম বেপারীসহ অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত নাঈম বেপারীকে ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক সরদার বলেন, ছাত্রদলের এক কর্মীকে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো কারণ ছাড়াই আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে এলে বাকবিতণ্ডার একপর্যায়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এনসিপির নেতাকর্মীরা। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এনসিপি জেলা কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, আমাদের মিছিল চলাকালে ছাত্রদলের একজন মোটরসাইকেল নিয়ে কোনো কারণ ছাড়াই মিছিলের ভেতরে ঢুকে পড়ে এবং আমাদের ওপর হামলা চালায়। পরে আমরা তাকে ধরে রাখলে ছাত্রদলের নেতাকর্মীরা দলবলে এসে আমাদের ওপর হামলা চালায়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এনসিপির মিছিলে একটি মোটরসাইকেল ঢুকে পড়াকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝিতে ছাত্রদলের সঙ্গে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি।

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর