আগামীকাল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৪ ঘণ্টার ছাড়
রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর সংলগ্ন টোলপ্লাজা সাধারণ যানবাহনের জন্য টোল মুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল বেলা ১১টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত বিমানবন্দর এলাকা দিয়ে ঢাকা শহরে প্রবেশের ক্ষেত্রে যানবাহনকে কোনো প্রকার টোল প্রদান করতে হবে না।
উল্লেখ্য, আগামীকাল বেলা ১১টা ৪৫ মিনিটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের বিশাল জমায়েতের কথা রয়েছে। এর ফলে বিমানবন্দর ও সংলগ্ন এলাকাগুলোতে যাতে তীব্র যানজট সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষ ও বিদেশগামী যাত্রীরা ভোগান্তিতে না পড়েন, সেজন্যই এই জরুরি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক